আজব পৃথিবী

Tuesday, March 31, 2015

২১ বছর বয়সে ১১ সন্তানের মা !

মায়ের বয়স ২১ কিন্তু সন্তান তার ১১টি! ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দা নাঈমা বয়স তার ২১ বছর সাত বছর আগে রাদ (২৫) নামের একজনের সাথে তার বিয়ে হয়েছেসাত বছরের সংসারেই দম্পতির সন্তান এখন ১১টি। তবে ১১ টি সন্তানকে জন্ম দিতে নায়লা গর্ভধারন করতে হয়েছে মাত্র দুইবারসম্প্রতি সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নাঈমা বলেছেন, বার বার গর্ভধারণ করতে বাচ্চা জন্ম দিতে চাই না আমি। আমি অন্য মায়েদের মতই পাঁচটি সন্তান চেয়েছিলাম

প্রথমবারের গর্ভধারনে তিনি জন্ম দেন একসাথে ৬টি সন্তান, আর পরের বার ৫টি। সন্তানদের দেখাশোনা করতে গিয়ে বেশ কয়েক বছর ধরে তিনি বাসার বাইরে যেতে পারেন না বলে জানান।নাঈমা বলেন, দিনের বেশির ভাগ সময়ই বাচ্চাদের দেখাশোনায় কাটাতে হয়। যমজদের জন্য আরো বেশিযত্ন এবং সময় দিতে হয়। রাতটাও কাটে বাচ্চাদের খাওয়ানো নিয়েনাঈমার স্বামী একজন সরকারি কর্মচারী মাসে প্রায় ৫০০ ডলার আয় করেন তিনি বেতনের অর্ধেকই চলে যায় শিশুদের প্যাম্পার কিনতেতবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা পান বলেও জানান নাঈমা

No comments:

Post a Comment