আজব পৃথিবী

Wednesday, April 1, 2015

অদ্ভুত বিমানবন্দর

কোরশেভেল বিমানবন্দর
আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত ফ্রান্সের দৃষ্টিনন্দন এই বিমানবন্দরটির টারমাক মাত্র এক হাজার সাতশফুট বিখ্যাত জেমস বন্ড সিরিজেরটুমোরো নেভার ডাইজ কিছু দৃশ্যায়ন এই বিমানবন্দরেই হয়েছে আল্পস পর্বতমালার কারণে এই বিমানবন্দরের রানওয়েতে ওঠা-নামার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হয় পাইলটদের সেইসঙ্গে আল্পসের বরফ আর তুষারের আস্তর বিপদকে আরও বাড়িয়ে তুলেছে এখানে
জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর
সাধারণত রানওয়ের ধারেকাছে গাড়ি দেখা না গেলেও জিব্রাল্টার বিমানবন্দরের রানওয়ে ভেদ করে চলে গেছে স্পেনের সঙ্গে উপদ্বীপটিকে সংযোগকারী আস্ত একটা মহাসড়ক ঢাকায় ট্রেন চলাচলের সময় দুর্ঘটনা এড়াতে রাজপথের বিভিন্ন রেলগেটে যেমন দুই পাশ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দরেও তেমনি উড়োজাহাজ ওঠা-নামার সময় মহাসড়কের দুই প্রান্ত বন্ধ করে দেওয়া হয়
বারা বিমানবন্দর
স্কটল্যান্ডের বাইরে অবস্থিত একটি দ্বীপের নাম বারা দ্বীপটি আট মাইল লম্বা অত্যন্ত ছোট এই দ্বীপে বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হয় এর সৈকতকে কারণ, সৈকত ছাড়া উড়োজাহাজ ওঠা-নামা করানোর আর কোনো জায়গা নেই এখানে তবে তিন রানওয়ে বিশিষ্ট এই বিমানবন্দরে সবসময় উড়োজাহাজগুলো ওঠা-নামা করতে পারে না জোয়ারের সময় সৈকতের বেশিরভাগ জায়গা ডুবে যায় কাজেই তখন এখানকার কার্যক্রম স্থগিত থাকে যখন ভাটা আসে সাগরে, তখন জেগে ওঠা সৈকতে ওঠা-নামা করে যাত্রীবাহী উড়োজাহাজগুলো

No comments:

Post a Comment