একজনের উচ্চতা ৮ ফিট ১ ইঞ্চি। আর একজনের উচ্চতা ২ ফিট। বিশ্বের দীর্ঘতম মানুষ, তুরস্কের সুলতান কোসেনের সঙ্গে দেখা হল বিশ্বের ক্ষুদ্রতম মানুষ, ভারতের বাসিন্দা জ্যোতি আমগে'র। মিশনের বিখ্যাত গির্জা পিরামিডের সামনে দাঁড়িয়ে ছবিও তুললেন তারা।সুলতান ও জ্যোতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল মিশরের পর্যটন বিভাগের পক্ষ থেকে। তার পরে তারা কায়রোর একটি পাঁচতারা হোটেলের সাংবাদিক সম্মেলনে অংশ নেন। ২০১১ থেকে সুলতান ও জ্যোতি যথাক্রমে বিশ্বের দীর্ঘতম ও ক্ষুদ্রতম মানুষের বিশ্বরেকর্ড দখল করে রয়েছেন।৩৫ বছরের সুলতান থাকেন তুরস্কের আঙ্কারায়। তিনি ৭ ফিট ৯ ইঞ্চি লম্বা জি শিনের কাছ থেকে দীর্ঘতম মানুষের খেতাব ছিনিয়ে নেন। জ্যোতির জন্ম ১৯৯৩ সালে ভারতের নাগপুরে।
No comments:
Post a Comment