আজব পৃথিবী

Wednesday, June 29, 2016

নগ্ন' মহিলার মত দেখতে গাছের ফল

আসল না নকল? যে প্রথমবার দেখবেন, সে চোখ কচলে আরও একবার দেখবেন। এমা! এটা কী? এরকম আবার কোনও গাছের ফল দেখতে হয় নাকি? সম্প্রতি নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে এই গাছ।বলা হচ্ছে, গাছের নাম 'নারীলতা'। অনেকে আবার একে লিয়াথামবারাও বলে থাকেন।  এই গাছের ফল দেখতে একদম ঠিক এক 'নগ্ন' নারীর মত। ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে এই গাছের দেখা মেলে। প্রতি ২০ বছর অন্তর অন্তর এই গাছে ফল ধরে। একজন 'নগ্ন' মহিলার মত দেখতে সেই ফল দেখলে চমকে উঠতে হয়।
কিন্তু অদ্ভুতভাবেই কোনও নেচার জার্নালে এই গাছের উল্লেখ নেই। আর সেখানেই রহস্য। গাছের অস্তিত্ব নিয়ে ধন্দে পড়েছেন বিজ্ঞানীরা। যদিও পৌরাণিক কাহিনী ও বিশ্বাস অনুযায়ী এই গাছের অস্তিত্ব রয়েছে।

No comments:

Post a Comment