আজব পৃথিবী

Tuesday, February 28, 2017

টাক সম্মেলনে অদ্ভুত রশি টানাটানি

জাপানের কেশহীনদের এক বার্ষিক সম্মেলনে যোগ দেন ৩০ ব্যক্তি। এই সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে চলে অদ্ভুত রশি টানাটানি প্রতিযোগিতা। এর সদস্য সংখ্যা ৬৫। প্রতিদ্বন্দ্বীরা তাদের মাথায় একটি সাকশন কাপ লাগায় যার একপ্রান্তে থাকে লাল পাতলা রশি। এরপর দুজন দুপাশ থেকে সেই রশি টানতে থাকেন। ‘বল্ড মেন ক্লাব’ বা কেশবিহীনদের এই ক্লাবটি প্রতিষ্ঠিতি হয়েছে ১৯৮৯ সালে। জাপানে টোকো লোকদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। 

No comments:

Post a Comment