মুরগির মাংস বা চিকেন সুস্বাদু খাবার হওয়ায় অনেকেরই কাছে এটি প্রিয় একটি খাবার। কিন্তু যতই প্রিয় হোক না কেন, কতটুকুই আর খাওয়া যেতে পারে এই চিকেন। যদি বলি একই জায়গায় বসে একই সময়ে খাওয়া যেতে পারে ৪০৯ পিস চিকেন উইং। অবাস্তব মনে হলেও বব সাউডেট নামের এক ব্যাক্তি এই কাজ করে গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড। জানা যায়, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘উইং বোউল ২৫’ শিরোনামে মুরগির পাখা বা চিকেন উইং খাওয়ায় একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় প্রথম হন ৫০ বছর বয়সী বব সাউডেট। আর তারা জন্য তিনি খেয়েছেন ৪০৯ পিস চিকেন উইং।এই জয়লাভ করে প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে সাউডেট জিতেছেন মেডেল, নগদ ১০ হাজার ডলার ও একটি গাড়ি।
No comments:
Post a Comment