ইতোপূর্বে আমরা নানা রকম বিশ্বরেকর্ড করার কথা শুনেছি। তবে এবার একটু ব্যতিক্রমী বিশ্বরেকর্ডের কথা শোনা গেলো আর তা হলো নারীর নখের বিশ্বরেকর্ড! আর এটি করেছেন এক নারী। তার নাম ক্রিস ওয়ালটন।যুক্তরাষ্ট্রের ক্রিস ওয়ালটনের নখগুলো দেখেছেন? প্রায় ছয় মিটার লম্বা! সবচেয়ে বড় নখের মালিক হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন তিনি।১৮ বছরে একবারও নখ না কেটে এই স্বীকৃতি পেয়েছেন ক্রিস। সংগীত শিল্পী ক্রিসের কাছে জানতে চাওয়া হয়েছিল কী করলে নখ এত সুন্দর এবং বড় করা যাবে?ক্রিস হেসে বলেছেন, যথেষ্ট মিষ্টি খেলে এবং অনেক ধৈর্যশীল হলে। ১৮ বছরে একবারও নখ না কেটে নখের সাইজ এতো বড় করতে পেরেছেন তিনি। তার দীর্ঘদিনের সেই মর্যাদাও তিনি পেয়েছেন। অর্থাৎ এই স্বীকৃতি পেয়েছেন।
No comments:
Post a Comment