আজব পৃথিবী

Wednesday, March 15, 2017

শিশু হাসল সাত মাস পর

জন্মের প্রায় সাত মাস পর প্রথমবার হাসির সুখ পেল এক শিশু। জন্মের সময় তার নাক ও ঠোট একসঙ্গে জটিলভাবে সংযুক্ত ছিল। ঠোটের উপরের অংশ টাও অসম্পূর্ণ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড এর বালতিমোর এলাকায় রিলি জন্সন নামের এক শিশু জন্মের সময় তার ঠোটে একপ্রকার অপূর্ণতা নিয়ে জন্মে। মাতৃগর্ভে থাকাকালীন তার নাক, মুখ ও ঠোটের উপরের অংশ সঠিকভাবে বেড়ে উঠতে পারেনি।কিন্তু গতমাসে সার্জারির মাধ্যমে শিশুটির মুখে হাসি ফুটানো হয়েছে। এখন সে ইংরেজি অক্ষর এম উচ্চারণ করতে পারছে। তার হাসি যেন এখন থামতেই চাইছে না। তার মা এঞ্জেলা বলেন, ওকে যখন সার্জারির পর প্রথম দেখি, একবারে পরীর মত লাগছিল। আমি ওকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তার নাক-মুখ একত্রে থাকার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হত তার। তাই তার মুখে একটা ডিভাইস লাগানো হয়, যা তার নাকের সাইজ ঠিক করতে সাহায্য করে। এই অপারেশনের আগে আরও অনেক পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। সারা মুখের অবয়ব পরিবর্তনের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে।এখন তার অনেক কষ্ট লাঘব হয়েছে। বাবুটা সারাক্ষণ হাসে, আর বারবার কথা বলার চেষ্টা করে। তার মুখের সমস্যা নিয়ে যা সমস্যা ছিল, তা দূর হয়েছে। এঞ্জেলা জানায়, মেয়েকে নিয়ে তার অনেক দুশ্চিন্তা ছিল। কিন্তু অপারেশন এর পর সব ঠিক হয়ে গেছে। 

No comments:

Post a Comment