আজব পৃথিবী

Saturday, June 17, 2017

অক্টোপাস রাস্তা

দূর থেকে মনে হবে যেন অক্টোপাস তার আট পা মেলে দিয়েছে চারদিকে। কেউ কেউ গায়ে গায়ে লেগে থাকা সাপও বলতে পারেন, যেন এঁকেবেঁকে চলেছে। পাঁচ স্তরের রাস্তা বানিয়ে চমকে দিয়েছে বেইজিং।সবচেয়ে উঁচু রাস্তাটি মাটি থেকে ৩৭ মিটার উপরে। এক স্তর থেকে অপরটিতে পৌঁছাতে তৈরি রয়েছে ১৫টি র‌্যাম্প। আটটি মুখে রাস্তা ধরে বেরিয়ে যাবে গাড়ি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে 'বার্ডস নেস্ট' নামে অলিম্পিক ভিলেজ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল চীন। পাখির বাসার মতো দেখতে সেই স্টেডিয়ামের স্থাপত্যে মুগ্ধ হয়েছিল বিশ্ব।  এবার আট বছরের প্রচেষ্টায় দক্ষিণ-পশ্চিমের শহর চংকিংয়ে বানানো হয়েছে আধুনিক স্থাপত্যের বিস্ময় পাঁচ স্তরে হুয়াংজুয়েন রাস্তাটি। তবে তাক লাগাতে এই রাস্তা বানানো হয়েছে, এমনটা নয়। চংকিংয়ের গ্রাম ও শহরের নির্মাণ কমিটি জানিয়েছে, বিমানবন্দর, এক্সপ্রেস রাস্তা, মূল সড়কের মধ্যে যোগাযোগ রাখতেই এমনটা বানানো হয়েছে। একেকটি রাস্তা ধরে পৌঁছে যাওয়া যাবে একেকটি গন্তব্যে। তবে রাস্তা পার হতে গেলে নেভিগেশন ব্যবস্থার সাহায্য নিতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবো জানিয়েছে, কেউ যদি একটি পথ ভুল করে তাহলে আবার ফিরে এসে গন্তব্যে পৌঁছাতে একদিন লেগে যাবে। 

No comments:

Post a Comment