আজব পৃথিবী

Monday, March 24, 2014

সবচেয়ে বড় ফুল ‘টাইটান’

বিশ্বের সবচেয়ে বড় ফুল ‘টাইটান এরাম'। এই ফুল প্রায় ১০ ফুট লম্বা হয়ে থাকে।বিশাল এই ফুলের মাঝখানের লম্বা অংশটি অনেকটা পাপড়ির মত দেখতে। পাপড়ির চারপাশের অংশটি সুগন্ধিযুক্ত আবরন দিয়ে গঠিত। এর ডগা আকর্ষণীয় ও সুগন্ধি যুক্ত আর এর তাপমাত্রা প্রায় মানুষের শরীরের মতই।টাইটান ইন্দোনেশিয়ার বিষুবীয় অঞ্চলে জন্মে থাকে। ইতালির উদ্ভিদ বিজ্ঞানী অদোয়ার্দো ১৮৭৮ সালে এর নামকরন করেন এবং একে একটি বন্য প্রজাতির ফুল হিসেবে আখ্যায়িত করেন।

No comments:

Post a Comment