আজব পৃথিবী

Sunday, June 1, 2014

উড়ন্ত গাড়ি!

ধরুন আপনি গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন। কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম বা প্রাকৃতিক দুর্যোগের কারনে আপনার রাস্তা আটকে গেছে।কি করবেন তখন?হয়তবা ভাবছেন যদি আপনার গাড়িটি আকাশে উড়তে পারত!হতাশ হবেন না। এটি এখন আর ভাবনার মধ্যে সীমাবদ্ধ নেই এটিই এখন বাস্তবতা।কারণ গাড়ি যে এখন আকাশে উড়তে পারে!হ্যাঁ, সম্প্রতি নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান এমনি এক ধরনের গাড়ি তৈরি করেছে যা রাস্তায়ও চলতে পারে, আকাশেও উড়তে পারে।পিএএল-৫ নামের গাড়িটিতে রয়েছে ২৩০ হর্সপাওয়ার ইঞ্জিন যা পেট্রোলের সাহায্যে চলে।গাড়িটিতে একসঙ্গে দুই জনের বসার ব্যবস্থা রয়েছে। এটি আকাশে ও স্থলে সর্বোচ্চ ১১২ মাইল বেগে ছুটতে পারে এবং একটানা সর্বোচ্চ ৩১৫ মাইল পর্যন্ত যেতে পারে। গাড়িটি চালাতে ঘন্টায় ৯ দশমিক ৫ গ্যালন পেট্রোলের প্রয়োজন হয়।তবে ২০১৬ সালের আগে এটি বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানি করা হবে না বলে জানিয়েছে এর নির্মাণকারী প্রতিষ্ঠান।

No comments:

Post a Comment