আজব পৃথিবী

Sunday, June 15, 2014

স্বচ্ছ নীল পানির অসাধারণ সুন্দর সৈকত

প্রাকৃতিক এই সুইমিং পুলটি সুয়া ওশ্যান ট্রেঞ্চ। এটি সামোয়াতে অবস্থিত।

অসাধারণ সুন্দর নীলের রাজ্য, সাবাহ, মালয়েশিয়া।

স্বচ্ছ পানিতে পাথরের কারুকাজ, জেনি লেক, ওয়ওমিং।

ব্রাজিলের অপরূপ নীল সৌন্দর্য। বোনিতো, ম্যাতো গ্রোসো দো সুল, ব্রাজিল।

ফ্রান্সের স্বচ্ছ নীলের হাতছানি। ক্যালানকে ডে সোরমিওউ, ফ্রান্স।

জাপানের নীল পানির স্বচ্ছতা কাঁচকেও হার মানায়। পানারি আইল্যান্ড, ওকিনাওয়া, জাপান।

স্বচ্ছ নীল পানি আর দূর দ্বীপের দেশ, পুরোটাই রূপকথার ছবি। কায়োস কোচিনোস, হন্ডুরাস।

হাওয়াইয়ের সমুদ্র সৈকত অনেক আগে থেকেই বেশ জনপ্রিয়। আর এখনো হানাউমা সৈকত, ওয়াহু নিজের সৌন্দর্য ধরে রেখেছে।

গ্রিসের অসাধারণ সমুদ্র সৈকত কোরফু।

অসাধারণ স্বচ্ছ পানির সৈকত লিনাপাক্যান আইল্যান্ডের ছবি। এর অবস্থান ফিলিপাইনে।

মালদ্বীপ দ্বীপপুঞ্জের অসাধারণ স্বচ্ছ নীল পানির সৈকত।

স্বচ্ছ নিলের সমারোহ। বোড্রাম, তুর্কি।

কায়ো কোকো, কিউবা।

অসাধারণ এই স্বচ্ছ নীল পানি দেখলেই ঝাপিয়ে পড়তে ইচ্ছে করবে সকলেরই। এটি কালা ম্যাকারেল্লেটা, মেনোরকা, স্পেনে অবস্থিত।

No comments:

Post a Comment