আজব পৃথিবী

Sunday, June 15, 2014

সৌন্দর্যের কয়েকটি স্থান

জিংপিং, গোয়াংঝি প্রভিন্স, চীনে অবস্থিত বয়ে চলা অসাধারণ সুন্দর ‘লী’ নদী ।

লাল-কমলা ফুলে ছেয়ে থাকা চীনের প্রাচীর। 

‘সাদা বালুর পাহাড়’ বা ‘হোয়াইট স্যান্ড মাউন্টেন’। এটি ঝিংজিয়ানে অবস্থিত।

 ‘ইয়ামড্রক লেক’। সত্যিই দমবন্ধ করা অসাধারণ সুন্দর পরিবেশ।

‘লাল পাথরের উপত্যকা’ (রেড রক ভ্যালী), এটি অবস্থিত ইউনতাইশানে। 

তিব্বতের ‘স্নো মাউন্টেন’ এবং লেক।

আকাশ ও পাহাড়ের এইরকম মিলন মেলা দেখতে চাইলেও যেতে হবে চীনে ।

নীলের সুদ্ধতা। এটিও ইয়াং ঝউ অং কউ লেকের একটি দৃশ্য।

পাহাড় ও নদীর অপূর্ব মিলন। এই স্থানটি তিব্বতের পাহাড়ের পাদদেশে। এই লেকটির নাম ইয়াং ঝউ অং কউ।

এই স্থানটিকে বলা হয় ‘হেভেন সুওয়াংওয়াই’।

সবুজের সমারোহে পাহাড়। এটি চীনের জুইলিনে অবস্থিত।

‘বেকডুসান হেভেন লেক’ । নামের মতোই স্বর্গীয় সুন্দর এই লেকটি।

‘ঝোউয়ের মাউন্টেন’। এই স্থানটি পুরোটাই তৈরি হয়েছে রেড স্যান্ডস্টোন দিয়ে।

কৈলাস পর্বত।

তিব্বতের পাহাড়ের নানা ধরণ অসাধারণ করে তুলেছে এই স্থানটি ।


No comments:

Post a Comment