থিবীর সবচেয়ে বেশি বয়সী দম্পতির সন্ধান পাওয়া গেছে। বর ব্রিটিশ নাগরিক জর্জ কিরবি (১০৩) এবং কনে ডরেন লাকি (৯১)। তারা অফিসিয়ালি পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী নতুন বিবাহিত দম্পতি। বিয়ের দিন তাদের দুইজনের মিলিত বয়স ছিল ১৯৪ বছর ২৮০ দিন।গত জুন মাসে তারা দুইজন ইস্ট বোর্নের লাঙ্ঘাম হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেদিন জর্জের ১০৩ তম জন্মদিন ছিল। তবে তাদের বিবাহের বয়স গিনেস রেকর্ডে ভেরিফাইড হওয়ার জন্য পাঁচ মাস সময় লেগে গেল। পূর্বে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করার রেকর্ড করেছিলেন ১৯১ বছর ১২৬ দিনের এক দম্পতি।১৯৮৮ সাল থেকে জর্জ ও ডরেন বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস করে আসছিলেন। কিন্তু এবার তাদের ছেলেমেয়ের জোরাজোরিতে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।জর্জ এ বছরের ভ্যালেন্টাইন ডে সম্পর্কে বলেন, তিনি ডরেনকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেননি, কারণ তিনি চিন্তা করেছিলেন হাঁটু গেড়ে বসলে হয়ত তিনি উঠে দাঁড়াতে পারবেন না। তাদের দুইজনের ঘরে সাতজন ছেলেমেয়ে এবং ১৫ জন নাতিনাতনি রয়েছে।
No comments:
Post a Comment