আজব পৃথিবী

Monday, November 23, 2015

বর, কনে, পাদ্রি সবাই যমজ!

যমজ দুই বোনের সাথে যমজ দুই ভাইয়ে বিয়ের খবর হয়তো আপনারা শুনে থাকবেন। কিন্তু কখনো কি শুনেছেন একটি বিয়ের অনুষ্ঠানে বর যমজ, কনে যমজ, বিয়ে যারা পড়িয়েছেন তারাও যমজ?এমনকি একই বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সাথে আরও দুই জোড়া যমজ শিশুও ছিল। এ রকমই একটি বিয়ে অনুষ্ঠিত হয় ভারতের কেরালায়। সেখানে দুই যমজ বোন বিয়ে করেছেন অন্য একটি পরিবারের দুই যমজ ভাইকে। আর তাদের বিয়ে পড়িয়েছেন গির্জার দুই যমজ পাদ্রি।আর তাদের সাথে ছিল যমজ ফুল বালিকা এবং যমজ পেজবয় (বিয়ের সময় কনের সাথে থাকে)। আর তাদের বিয়ে অনুষ্ঠিত হয় পুলুর সেন্ট জেভিয়ার্স চার্চে।তবে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও কোনো যমজ ছিল কি না তা অবশ্য জানা যায়নি। তবে থাকলেও অবাক হবার কিছু নেই।

No comments:

Post a Comment