ভাতের উপর চাপ কমাতে আলু খাওয়ার কথা বলতে শোনা যায়। অথচ সেই আলুর দাম যদি হয় ৭৫৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা) তাহলে বিস্ময় তো আকাশ স্পর্শ করবেই। অবশ্য এ আলু মূলত একটি ছবি অর্থাৎ আলুর ছবি। ফটোগ্রাফার কেভিন অ্যাবোস তুলেছেন ছবিটি।৪৭ বছর বয়সী আইরিশ এই ফটোগ্রাফার একসময় হলিউড তারকা জনি ডিপ, স্টিভেন স্পিলবার্গদের ছবি তুলতেন। ফাঁকে ফাঁকে তুলতেন নিজের শখের ছবি। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওই আলু ছবিটি টানানো ছিল কেভিনের প্যারিসের স্টুডিওর দেওয়ালে। সেটা পছন্দ হয়ে যায় দুবাইয়ের এক ব্যবসায়ীর। সেই ব্যবসায়ী আলুর ছবিটি কিনে নেন সাড়ে ৮ কোটিতে!
No comments:
Post a Comment