আজব পৃথিবী

Monday, January 4, 2016

পৃথিবী থেকে মুছে যাচ্ছে একটা দেশ

দেশটার নাম তুভালু। ওশিয়ানিয়া মহাদেশে অস্ট্রেলিয়া আর হাওয়াইয়ের মাঝে ছোট্ট একটা দ্বীপপুঞ্জের দেশ। বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম এই দেশে বাস করেন ১০ হাজার মানুষ। খুব শীঘ্রই ভুগোলের পাতা থেকে মুছে ইতিহাস বইতে স্থান করে নিতে চলেছে তুভালু। কারণ সমুদ্রস্তর বৃদ্ধির জন্য জলের তলায় তলিয়ে যেতে চলেছে এই দেশ। দেশ বাঁচাতে ইউরোপিয়ন ইউনিয়নসের কাছে ছুটেছেন তুভালর প্রধানমন্ত্রী। আর্জি একটাই, আবেদন একটাই আমাদের বাঁচাও। কিন্তু কীভাবে বাঁচানো যাবে তুভালুকে?বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রস্তরে বৃদ্ধি এমন হারে হচ্ছে যাতে তুভালুর অস্তিত্ব এখন বড়জোর কয়েকটা বছর, তারপর জলের তলায় মিলিয়ে যাবে এই দেশ। তখন তুভালুর নাগরিকদের পালিয়ে যেতে হবে অন্য কোথাও। তাহলে উপায়! তুভালুর প্রধানমন্ত্রী ইনেলে স্পোয়াগা ইউ-নেতাদের কাছে আবেদন করেছেন ডিসেম্বরে হতে পরিবেশ সম্মেলনে তাঁরা যেন বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশকে বাঁচাতে উদ্যোগী হন। তাহলে কী করতে হবে?সেক্ষেত্রে ইউরোপকে গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ 1.5C এ নামিয়ে আনতে হবে। সেখানে ইউরোপীয় দেশগুলির লক্ষ্য গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ 2C এ নামিয়ে আনা।

No comments:

Post a Comment