আজব পৃথিবী

Sunday, January 31, 2016

১২২ যমজের বাস একটি গ্রামেই

ইউক্রেনের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা ৪ হাজার। নাম 'যমজ ভূমি'। নামের বিশেষত্ব এই গ্রামে বাস করে বিশ্বের সবচেয় বেশি যমজরা। সংখ্যাটা ১২২। যা বিশ্বের আর কোথাও নেই। ৬১ জোড়া জমজের বাসস্থান 'যমজ ভূমি' আগেই ইউক্রেনের রেকর্ড বুকেও নাম লিখিয়েছে।এবার চলতি বছরের মে মাসে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লেখাতে যাচ্ছে এই গ্রামটি। ২০০৪ সালে ওই গ্রামে সবচেয়ে বেশি সংখ্যক যমজের জন্ম হয়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রতি বছরেই ওই গ্রামে এক থেকে দুটি করে যমজ সন্তানের জন্ম হয়।

No comments:

Post a Comment