আজব পৃথিবী

Tuesday, January 24, 2017

অদ্ভুত এক শিশুর জন্ম

এবার চার পা আর দুই পুরুষাঙ্গ-সহ অদ্ভুত এক শিশুর জন্ম হল। গেলো শনিবার ভোর ৪ টার সময় ভারতের কর্নাটকের বল্লারির স্থানীয় এক হাসপাতালে শিশুটির জন্ম হয়। পরে ওই শিশুটিকে অস্ত্রোপচারের জন্য রায়চরের বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি খুব জটিল হওয়ায় কী ভাবে অস্ত্রোপচার করলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। তবে ওই শিশুটির পরিবার অস্ত্রোপচারের জন্য প্রথমদিকে রাজি ছিল না।শিশুটির মা তেইশ বছর বয়সি ললিতাম্মার বিশ্বাস বলেন, সে ঈশ্বরের আশীর্বাদ। অস্ত্রোপচার করা উচিত হবে না। পরে চিকিৎসকেরা তাঁকে বোঝান।দিভাকর গাড্ডি নামে এক চিকিৎসক জানান, শিশুটির চারটি পা আর দুইটি পুরুষাঙ্গ ছাড়া শরীরের বাকি অংশ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সে কারণে, বিশেষ করে পুরুষাঙ্গে অস্ত্রোপচার করে আলাদা করাটা খুবই জটিল। 

No comments:

Post a Comment