বয়স তার শুধু শরীরের বেড়েছে, বাড়েনি মনের। কমেনি মনের জোর। তাই তো ১০৫ বছর বয়সেও তার নাতিপুতিরা তাকে যুবকই মনে করেন। কেনই বা তা মনে করবেন না। এই বয়সে যে তিনি করে ফেললেন বিশ্বরেকর্ড। শতবর্ষ পাড়ি দেওয়া এই 'যুবক' সাইক্লিং করে মাত্র এক ঘণ্টায় পাড়ি দিলেন ২২.৫৪৭ কিলোমিটার পথ।রবার্ট মারশন্ড নামের এই ব্যক্তির বাস ফ্রান্সে। কর্মজীবনের নানা দিক শেষ করে, বর্তমানে ভালবাসেন বই পড়তে। এক সময় কাজ করেছেন সে দেশের দমকলকর্মী হিসেবে। কখনও ট্রাক ড্রাইভার, কখনও বা শুধুমাত্র গাছ কেটে দিন কেটেছে তার। ৬৮ বছর বয়স থেকে এক নতুন শখ পুরণে উদ্যোগী হন রবার্ট মারশন্ড। সাইক্লিং। ছোটখাটো নানা প্রতিযোগিতায় অংশ নিতে নিতে, এবারে তিনি গড়ে ফেললেন একেবারে বিশ্ব রেকর্ড। সাইক্লিং করে মাত্র পথ অতিক্রম করেন এই বৃদ্ধ। প্যারিসের ভেলোড্রোম ন্যাশনাল ইনডোর ট্র্যাকে, ৯২টি ল্যাপে মাত্র এক ঘণ্টায় রবার্ট পাড়ি দেন ২২.৫৪৭ কিলোমিটার। রবার্ট নিজেই নিজের রেকর্ড ভাঙতে চেয়েছিলেন। কিন্তু ১০ মিনিটের জন্য তা আর হয়ে উঠল না। তার কথায়, ‘আমি এখন প্রতীক্ষা করছি আমার প্রতিদ্বন্দ্বীর জন্য।শতবর্ষ পাড়ি দেওয়া রবার্ট শরীর ও স্বাস্থ্য ঠিক রাখতে সাইক্লিং ছাড়া কী কী করেন? তেমন কিছুই নয়। নিয়মিত শরীরচর্চার সঙ্গে রোজ রাত ন’টার মধ্যে ঘুমিয়ে পড়েন তিনি। তার কোচ, জিরার্ড মিস্টলারের কথানুযায়ী, রবার্টের পরিমিত খাওয়া-দাওয়া, কোনও রকম নেশা না করাও তার সুস্থ থাকার অন্যতম কারণ।
No comments:
Post a Comment