আজব পৃথিবী

Sunday, January 15, 2017

ভদ্র দানব

প্রতিদিন তিনি ১০ হাজার ক্যালোরি গ্রহণ করেন! এরমধ্যে ৩৬টি ডিম থাকে সকালের নাস্তায়, ৭ পাউন্ড মাংস, ৫ লিটার দুধ এবং আরও তো রয়েছেই। খাদ্যতালিকার এই বিস্ময়কর বহর যার, শারীরিক অবয়বেও ঠিক ততটাই বিশাল তিনি। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ব্যক্তিটির ওজন ৪৩০ কেজিরও মতো। পাকিস্তানের হাল্ক নামে পরিচিত পাওয়া এই অতিকায় মানুষটির নাম আরবাব খাইজার হায়াত। (সূত্র: মেইল অনলাইন)এমন বিপুল খাদ্যাভাস ও বিশালাকায় শরীর নিয়ে কোন সমস্যায় পড়তে হয়না ২৫ বছর বয়সী এই তরুণের। এই ‘ভদ্র দানবের’ জনপ্রিয়তাও কিন্তু কোন অংশেই কম নয়। তার সাথে একটি সেলফি তুলতে দূর দূরান্ত থেকে শত শত লোক প্রতিদিনই তার বাসায় আসে।স্থানীয়দের মাঝে তার ‘পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তির’ পরিচিতি হায়াত ছড়িয়ে দিতে চান বিশ্বে, হতে চান বিশ্বতারকা।
তার শক্তিমত্তার বিষয়টি একটি ভিডিওতেই বেশ স্পষ্ট, যেখানে বিপরীত দিকে ঘুরতে চাওয়া একটি ট্রাক্টরকে রশি দিয়ে টেনে আটকে রাখতে দেখা যায়। এছাড়াও একটি জাপানিজ চ্যাম্পিয়নশীপে ১০ হাজার পাউন্ডেরও বেশি ভার তুলেছেন বলে দাবি করেন তিনি।হায়াতের স্বপ্নও এই ভারোত্তলন বা রেসলিং জগতের তারকা হওয়ার। ভারোত্তোলনে চ্যাম্পিয়ন হতে চান তিনি। বলেন, “আমি চ্যাম্পিয়ন হতে চাই। আল্লাহকে ধন্যবাদ আমাকে এমন অবয়ব দেয়ার জন্য। আমি কিছুদিনের মধ্যেই ভারোত্তোলনের জগতে নাম লেখাবো।”পাকিস্তানের মারাদানের বাসিন্দা হায়াতের ওজন বাড়তে থাকে কিশোর বয়সেই। তখনই তিনি ভারোত্তোলনে আসার চিন্তা করেন এবং স্বেচ্ছায় ওজন বাড়াতে থাকেন বলে জানান। তিনি বলেন, “আমার ওজন নিয়ে কোন সমস্যা হয়না। তবে শক্তিমত্তায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে আমাকে এ বিষয়ে নজর দিতে হবে।”“আমার তাৎক্ষণিক লক্ষ্য ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে (ডাব্লিউডাব্লিউই) প্রবেশ করা। ওজনের বিষয়টিতে আমি নজর রাখছি। এবং এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিচ্ছি।”
প্রতিবেশীদের মধ্যে এখনই তারকা হায়াত। পাকিস্তান জুড়ে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে পরিচিত। প্রতিদিন শতশত লোক তার সাথে দেখা করতে তার বাড়িতে আসে এবং এই ‘ভদ্র দানবের’ সাথে সেলফি তোলে।হায়াত বলেন, “এখানকার লোকদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও প্রশংসা পাই। কিন্তু আমি এখানেই থেমে যেতে চাই না। আমি বিশ্ব তারকা হতে চাই ““পাকিস্তানে স্ট্রংম্যান বা ভারোত্তোলনে তেমন সুযোগ না থাকলেও আমি আশা করি শীঘ্রই এক্ষেত্রে পরিবর্তন আসবে।”

No comments:

Post a Comment