আজব পৃথিবী

Saturday, December 19, 2015

বক্ষের বাইরে হৃৎস্পন্দন

৬ বছরের ভিরসাভিয়া বরুণ, সত্যিই মিরাকেল শিশু! তার পুরো জীবনটাই একটা বড় লড়াই। মেয়েটি জন্মেছে বুকের ও পেটের বাইরে হার্ট ও অন্ত্র নিয়ে। তার হৃৎস্পন্দন দেখা ও শোনা যায়, কারণ তা বুকের বাইরে, পেটের কাছে রয়েছে।রাশিয়ায় জন্মেছে, কিন্তু এখন মায়ের সঙ্গে দক্ষিণ ফ্লোরিডায় চলে গিয়েছে ভিরসাভিয়া। জন্মের সময় থেকেই বিভিন্ন ধরণের শারীরিক অক্ষমতা নিয়ে জন্মেছে সে। সমীক্ষা বলছে, লক্ষের মধ্যে মাত্র ৫.৫ শতাংশ শিশুই এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত।ভিরসাভিয়ার হৃৎস্পন্দন দেখা যায় কারণ পেটের কাছে একটা জায়গায় হৃদয়টি তার কাজ করে, যা একটা পাতলা চামড়ার আস্তরণে ঢাকা। চিকিত্সার জন্যেই সে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। কারণ রাশিয়ার সমস্ত হাসপাতাল এই জটিল ধরণের রোগের জন্যে তার মাকে বারংবার ফিরিয়ে দিয়েছে। আপাতত দক্ষিণ ফ্লোরিডায় ইংরেজি শিখছে সে, যদিও শারীরিক অবস্থার জন্যে কোনও স্কুলে তাকে ভর্তি করা হয়নি। সেখানে এখন চিকিত্সা শুরু না হলেও, ছোট্ট মেয়েটি নাচ, গান, আঁকা নিয়ে মেতে রয়েছে। মা এবং মেয়ে আশা রাখে, সময়মতো তার সঠিক চিকিত্সাই হবে।

No comments:

Post a Comment