চীনে বিশ্বের নানান দেশের অনেক ঐতিহাসিক স্থাপত্যই হুবহু অনুকরণ করে তৈরি করা হয়েছে। মিশরের পিরামিড থেকে অস্ট্রিয়ান আলপাইন কিংবা ইতালির ভেনিস, সব ধরণের অনুকরন স্থাপত্য রয়েছে চিনে। তবে, এবার চিনে তৈরি হয়েছে এক অবাক করা বাড়ি। দুটো বাড়ি অর্ধেক-অর্ধেক করে মিলিয়ে তৈরি হয়েছে এই বাড়িটি।
বাড়িটির নাম ওয়াশিংটন হাইব্রিড। এটি রয়েছে চিনের উত্তরে শি জিয়াঝুয়াং প্রদেশে। এই বাড়িটির একটি অংশ তৈরি হয়েছে চিনের বিখ্যাত টেম্পল অফ হেভেনের আদলে। আর অন্য অংশটি তৈরি হয়েছে ওয়াশিংটন স্টেট ক্যাপিটল বা কংগ্রেস ভবনের আদলে। ভবনটি বাইরে থেকে দেখলে মনে হবে, দুই বাড়ির দুটি টুকরো এনে একসঙ্গে জোড়া দেওয়া হয়েছে।এই বাড়িটি মোট ৪ তলা উচুঁ, আর বাড়িটিই এখন চিনের পর্যটকদের মূল আকর্ষণ হয়ে উঠেছে।এক-একজন একেক রকমের ব্যাখ্যা করছে বাড়িটিকে নিয়ে। কেউ বলছেন, এটা আমেরিকা আর চিনের বন্ধুত্বের প্রতীক। কেউ বা বলছেন, এটা দুই ইঞ্জিনিয়ারের ঝগড়ার প্রতীক। আসলে যাই হোক, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই বাড়িটাই।
No comments:
Post a Comment