আজব পৃথিবী

Tuesday, March 15, 2016

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র পিস্তল

দূর থেকে দেখলে যে কারো মনে হতে পারে এটি বড় আকারের একটি আংটি। কিন্তু আদতে তা নয়। মূলত এটি একটি পিস্তল। বিশ্বাস করুন আর নাই বা করুন এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পিস্তল।সম্প্রতি এই পিস্তলটি নিলামে তোলা হয়েছে।নিলাম চলবে ১৮ মার্চ পর্যন্ত। ‘লা পেটিট প্রটেক্টর’ নামে ওই পিস্তলটি উনিবিংশ শতাব্দীর একটি দুর্লভ জিনিস। অলংকার হিসেবেও এটি পরা যায়। পিস্তলটি দেড় হাজার পাউন্ডের(এক লাখ ৬৬ হাজার টাকা) ওপর দর উঠতে পারে বলে আশা আয়োজক প্রতিষ্ঠানের।
পিস্তলটিতে স্টিল রিকয়েল প্লেট রয়েছে, যা পিনফায়ার সিলিন্ডার হিসেবে কাজ করে। সিলিন্ডারটিতে লাইভ ফোরএমএম গুলি ব্যবহার করা হয়। সরাসরি গুলি করা যায়। গুলি করার সময় প্রচুর শব্দ হয় কিন্তু গুলির জোর কম। পিস্তলটি এখনো ভালো অবস্থায় রয়েছে। পিস্তলটির ভিতরের দিক রুপার প্রলেপ এবং উপরিভাগে কারুকার্য খচিত।
ইউরোপিয়ান অনলাইন নিলাম প্রতিষ্ঠান কাটাউইকির বিশেষজ্ঞ অ্যালেইন দিলমেন বলেন, দুর্লভ রিং পিস্তলটি আকর্ষণীয় এবং কারুকার্য খচিত।এটি অসাধারণ একটি জিনিস।

No comments:

Post a Comment