সম্প্রতি অস্ট্রেলিয়ায় দেখা মিলেছে দুই নাকওয়ালা কুকুরের। ব্যাপারটি বিস্ময়কর হলেও সত্যি। কুকুরটির ছবি ইন্টারনেটে প্রকাশিত হলে তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।ঘটনা যাই হোক, কুকুরটির প্রাথমিক জীবন কিন্তু সুখে যায়নি। তার মালিকের কাছ থেকে জানা যায়, কুকুরটি দুটি নাক নিয়ে জন্ম নেওয়ার কারণে স্থানীয়দের নানা ব্যঙ্গবিদ্রূপের শিকার হতে হয়েছে তাঁকে। তাই বিরক্ত হয়ে একদিন তিনি কুকুরটিকে দূরের একটি জঙ্গলে ফেলে আসেন। কিন্তু কয়েকদিন পরই সেটি আবার খুঁজে খুঁজে তাঁর বাড়িতে এসে হাজির হয়। এ সময় তাঁকে মেরে ফেলারও সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু টড রে নামক জনৈক অদ্ভুত অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে জন্ম নেওয়া প্রাণী সংগ্রাহকের হস্তক্ষেপে বেঁচে যায় কুকুরটি এবং রীতিমতো বিখ্যাতও হয়ে উঠে। রে যখন এই কুকুরের খবর পান, তখন তিনি ছুটে গিয়ে কুকুরটিকে তার মালিকের কাছ থেকে নিজের কাছে নিয়ে আসেন।টড রে জানান, তাঁর সংগ্রহে অনেক অদ্ভুত দর্শন প্রাণী আছে। শত শত মানুষ প্রতিদিন সেগুলো দেখতে আসে। দুই নাকওয়ালা কুকুরটি নিশ্চয় সেই সংগ্রহে বাড়তি মাত্রা যোগ করবে বলে তিনি মনে করেন।
No comments:
Post a Comment