আজব পৃথিবী

Sunday, March 6, 2016

দীর্ঘতম গুহা

দীর্ঘদিন যাবত এই গুহাটি লোক চক্ষু আড়ালে ছিল। এটিকে সিন ডুনের গুহা নামে পরিচিত ছিল। ২০০৯ সালে সর্বপ্রথম এই গুহাটি আবিষ্কার হয়ে থাকে। এটি ৫০০ ফিট লম্বা এবং ৬৫০ ফিট চওড়া। এই গুহাটির ভিতরে নিজস্ব বন, নদী এবং নিজস্ব আবহাওয়া রয়েছে।

No comments:

Post a Comment