চায়না বরাবরই অসাধারণ কীর্তির জন্য জগত বিখ্যাত। এবার ব্যতিক্রমী এক কাজ করে আবারও খবরের শিরোনামে তারা। ইতিপূর্বে মাত্র ১৯ দিনে ৫৭ তলা আকাশচুম্বী ভবন নির্মাণ করে রেকর্ড করেছিলেন তারা। এখন আবার সেই রেকর্ড ভঙ্গ করে মাত্র ৪৩ ঘণ্টার মাঝে একটি সেতু নির্মাণ করে ফেলেছেন!চীনা অভূতপূর্ব ৪৩ ঘন্টার মধ্যে একটি সম্পূর্ণ ক্রিয়ামূলক সেতু নির্মাণ পরিচালিত করেছে। একটি ভিডিওতে আপনি তাদের এই কাজ সম্পূর্ণভাবে দেখতে পারবেন। সুপার - মানব কর্মীরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে বেইজিংয়ের সানিউন সেতুর পুরাতন কাঠামো পুনর্গঠন করে নতুন করে তৈরি করেছেন। তারপর তারা ফাঁক সেতু কংক্রিট এর একটি বৃহদায়তন টুকরা এনে এর উপর সংযুক্ত করেন।প্রথমবারের মতো এবার চীনা কর্মীরা ‘ইন্টিগ্রেটেড প্রতিস্থাপন পদ্ধতি’ নামের একটি নতুন পদ্ধতি ব্যবহার করে এই কাজ সম্পন্ন করেছেন। এতে ১৩০০ টন উপাদানের প্রয়োজন হয়েছে।
No comments:
Post a Comment