আজব পৃথিবী

Monday, April 4, 2016

অদৃশ্য রেলগাড়ি

আপনার সামনে দিয়ে চলে যাবে রেলগাড়ি, কানে শব্দও শুনবেন অথচ দেখতে পাবেন না আপনি। যতই মনোযোগ গিয়ে তাকিয়ে থাকুন না কেন, দেখতে পাবেন না রেলগাড়িটি। এমন একটি রেলগাড়িই তৈরি করতে যাচ্ছে জাপান। এর নাম দেয়া হয়েছে ‘অদৃশ্য’ রেলগাড়ি। রেলগাড়িটির প্রাথমিক নকশা তৈরি করেছে জাপানী প্রকৌশলী কাজুও সেজিমা। অনেকটা অর্ধ-স্বচ্ছ এবং এর উপরের দিকটা আয়নার মতো। রেলগাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এর বগিগুলো এমনভাবে তৈরি করা হবে যেন তা দেখতে একটি বসবাসের ঘরের মতো মনে হয় এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যবোধ করে। আশা করা হচ্ছে, ২০১৮ সালে যাত্রা শুরু করবে জাপানের এই অদৃশ্য রেলগাড়ি। এটিতে সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশ্বের সেরা এবং দ্রুতগামী রেলগাড়ির মধ্যে এটি হবে অন্যতম।

No comments:

Post a Comment