এক গ্রামে থাকেন এক ব্যক্তি। তার সাথে থাকে একপাল ভেড়া। আশপাশে তো দূরের কথা, গোটা গ্রামেই আর কোন মানুষ থাকে না। টানা ১০ বছর ধরে গ্রামটিতে বাস করছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চীনের জুয়েনসানসে গ্রামে। গত ১০ বছর ধরে লিউ সেনজিয়া নামের এক ব্যক্তি একাই বাস করেন সেখানে। কোন এক কারণে ওই গ্রামটি ধীরে ধীরে লোকশূন্য হয়ে পড়ে। ২০০৬ কি ২০০৭ সালে লিউর মা এবং ভাইও মারা যান। তখন থেকে গ্রামে একেবারে একা বসবাস করছেন তিনি। একাকীত্ব আর পারিপার্শ্বিকতার সাথে লড়াই করতে করতে একসময় টিকে থাকাটা ভালোভাবেই শিখে নিলেন লিউ। রাতে কুকুরের ডাকে ভয় পেতেন বলে ভেড়া পালতে শুরু করেন। আর তখন থেকে তার সঙ্গী হয় একপাল ভেড়া। স্থানীয় বনবিভাগে বন পরিদর্শক হিসেবে কাজ করেন লিউ। পারিশ্রমিক ১০৭ ডলার। খাবার এবং পানীয় জলের তাকে অনেক দূরে যেতে হয়। কিন্তু এত কষ্টের পরও লিউ গ্রাম ছেড়ে চলে যান না। কারণ গ্রামটির প্রতি তার মায়া পড়ে গেছে। বাকি জীবনটাও হয়তো এভাবেই কাটিয়ে দেবেন জুয়েনসানসে গ্রামের একমাত্র অধিবাসী লিউ।
No comments:
Post a Comment