আজব পৃথিবী

Friday, April 11, 2014

বিখ্যাত হিমবাহ

পৃথিবীর অন্যতম বৃহৎ হিমবাহটির নাম Petermann Glacier। এর অবস্থান উত্তর পশ্চিম গ্রীনল্যান্ডের Nares Strait অঞ্চলে। ৭০ কিলোমিটার দৈর্ঘ্যের এবং ১৫ কিলোমিটার প্রস্থের এই হিমবাহটি সংযোগ স্থাপন করেছে Greenland Ice Sheet এবং উত্তর মহাসাগরের মধ্যে। যার পুরুত্ব প্রায় ৬০০ মিটার। বিশ্ব উষ্ণায়নের ফলে ২০১০ সালের আগস্টে এই হিমবাহের ২৬০ বর্গকিলোমিটারের বড় একটি অংশ গলে যার। যা এর আয়তনের প্রায় ৪ ভাগের ১ ভাগ। ১৯৬২ সাল থেকে এটিই ছিল পৃথিবীর বৃহত্তম হিমবাহ। গত ১৫ ও ১৬ জুলাই NASA তাদের স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখতে পায় এই হিমবাহের উত্তর দিকে আরও ১৩০ বর্গকিলোমিটার এলাকা ভেঙ্গে পড়েছে। যা আয়তনে প্রায় ম্যানহাটানের দ্বিগুণ।

২. ছবিটা দেখলে মনে হয় হলিউড ছবি ২০১২ এর কোন দৃশ্য তিব্বতের কোন এক পর্বতের উপর দিয়ে ধেয়ে আসছে সাগরের পানি! আসলে এটি একটি ঝুলন্ত গ্লেসিয়ার যার অবস্থান চিলির Aysén অঞ্চল্রের Queulat National Park এ। চিলিতে এটি পরিচিত Ventisquero Colgante নামে। ১৮৭৫ সালে Captain Enrique Simpson এই ঝুলন্ত গ্লেসিয়ারটির সন্ধান পান। এই ঝুলন্ত গ্লেসিয়ারটি চিলির Ciudad de los Césares শহরের অতি নিকটেই অবস্থিত। এই অঞ্চলের তাপমাত্রা ৪°C থেকে ৯°C। ১৯৮৩ সালের ১৩ই অক্টোবর Chile’s National Forest Corporation (CONAF) এই অঞ্চলে তৈরি করে Queulat National Park যার আয়তন ১,৫৪,০০ হেক্টর। 

No comments:

Post a Comment