আজব পৃথিবী

Saturday, April 5, 2014

সব চাইতে "ভয়াবহ" ছয় শহর!

বারকুইসিমেটো, ভেনিজুয়েলা
এই শহরটিতে ১০ লাখের অধিক মানুষের বসবাস, কিন্তু তারপরও এটি একটি বিপদজনক ও অনিরাপদ শহর হিসেবেই সকলে জানেন। প্রায় প্রতিদিনই এই শহরে খুন হন অনেক মানুষ। বিশেষ করে ঘুরতে আসা টুরিস্টরা শিকার হন এই নৃশংসতার। আর সেজন্যই টুরিস্টদের জন্য এটি বেশ বিপদজনক জায়গা।

ম্যাসেইয়ো, ব্রাজিল
সব চাইতে বেশি খুন হওয়া দেশের মধ্যে ব্রাজিল অন্যতম। ব্রাজিলের ম্যাসেইয়ো শহরে প্রতিবছর প্রায় ১ লাখ মানুষের মধ্যে খুন হন ১৩৫ জন। তাই সকল টুরিস্ট অসাধারণ সুন্দর এই শহরটিকে সতর্কতার সাথে এড়িয়ে চলেন।

অ্যাকপৌল্কো, মেক্সিকো
৫ বছর আগেও এই শহরের সমুদ্র সৈকতে ভিড় করতেন নানা দেশের প্রচুর টুরিস্ট। কিন্তু বর্তমানে এই সৈকতের শহরটি সকলের কাছে একটি বিভীষিকার মতো। ড্রাগ ও চোরাচালানের জন্য এই শহরে ছিনতাই, হত্যা এতো বেশি বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষই এই শহর থেকে পালিয়ে বাঁচতে চান।

সানা, ইয়েমেন
অসাধারণ সুন্দর এই শহরটি সকলের কাছে ভয়াবহ সুন্দর নামেই বেশি পরিচিত। রাজনৈতিক অস্থিরতার এই শহরটি যে কারো জন্য অনেক বেশি মাত্রায় বিপদজনক।

পেশোয়ার, পাকিস্তান
অনেক প্রাচীন ও ঐতিহ্যবাহী নিদর্শনের শহর পাকিস্তানের পেশোয়ার। কিন্তু অনেক বেশি বিপদজনক এই শহরটি। প্রায় প্রতিদিনই এই শহরে বিস্ফোরিত হয় বোমা। তাই ঘোরার অনেক জায়গা থাকলেও এই শহরটি এড়িয়ে চলেন টুরিস্টরা।

ডিস্ট্রিটো সেন্ট্রাল, হন্ডুরাস
হন্ডুরাসের এই বিশাল শহরটি বিশ্বের সব চাইতে বেশি খুন হওয়া শহরের রেকর্ড ধারণ করে বসে আছে। মাফিয়ার উপস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং অতিরিক্ত মাত্রায় দারিদ্রতা এই শহরটিকে করেছে অনেক বেশি বিপদজনক একটি জায়গা।

No comments:

Post a Comment