এবার লক্ষ লক্ষ বিষাক্ত হুলওয়ালা মৌমাছি গায়ে নিয়ে নিজের গড়া রেকর্ডটিই ভেঙে দিলেন চীনা মৌমাছি পালক সি পিং। সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে আরো পাঁচ মৌমাছি পালকের সাহায্যে তিনি এই রেকর্ড ভাঙেন।এর আগে সি পিং ২০১২ সালে শরীরে সর্বাধিক বিষাক্ত মৌমাছি বসিয়ে রেকর্ড করেছিলেন।জানা যায়, এবার সি পিংয়ের শরীরে বসেছিল কমপক্ষে ৪ লাখ ৬০ হাজার মৌমাছি। একসঙ্গে যার ওজন হবে ৪৫ কেজি। দীর্ঘ ৪০ মিনিট সি পিং এই মৌমাছির চাদর গায়ে ঠাঁয় দাঁড়িয়েছিলেন।নিজের রেকর্ড সম্পর্কে বলেন, ‘গতবার যখন রেকর্ড করেছিলাম তখন আমার বয়স ছিল ২২ বছর। তখন এটা ছিল শুধুই মজা এবং কৌতুহলের জন্য। কিন্তু এখন আমি মৌমাছিদের গায়ে নিয়েছি আসল মধু সম্পর্কে মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে।’কিন্তু কিভাবে তিনি এই মৌমাছিদের নিজের প্রতি আকৃষ্ট করলেন, এমন পশ্নের জবাবে সি পিং জানান, তিনি শরীরের বিভিন্ন অংশে ২৮টি মৌচাক বেঁধে নিয়েছিলেন। যেখানে গত রেকর্ডের সময় নিয়েছিলেন মাত্র ১৫টি। এরপর শুধু চোখে সানগ্লাস ও অন্তর্বাস পড়েই তিনি মৌমাছিদের ডেকে আনেন নিজের কাছে।
No comments:
Post a Comment