আজব পৃথিবী

Saturday, April 5, 2014

সেরা ৭টি "অপার্থিব সুন্দর" স্থান

কালো রঙ কিন্তু সব সময় ভয় কিংবা অন্ধকারাচ্ছন্নতার প্রতীক নয়। জার্মানির অনিন্দ্যসুন্দর ব্ল্যাক ফরেস্টের এক ঝলক...


বরফের উপর দিয়ে স্কেটিং করার মজাই আলাদা, তাই নয় কি? ভুল। এটা বলিভিয়ার বিস্তীর্ণ লবণ ভূমি Solar du Uyuni ।

কে বলে মাটি থেকে আকাশ ছোঁয়া যায় না? আকাশ ছোঁয়া না গেলেও মেঘকে কিন্তু ঠিকই ছোঁয়া যায়। মাউন্ট রোরাইম, দক্ষিণ আমেরিকা।

ছবিতে দেখা যাচ্ছে আলাস্কার ম্যান্ডেলহল বরফের গুহা- প্রবল শীতল পরিবেশ যেখানে নিয়ে এসেছে চোখ ধাঁধানো সৌন্দর্য!এ ফিচারের প্রচ্ছদের ছবিটি তারই খন্ডচিত্র। 

বেশ, রং-তুলির আঁচড়ে ছবি কিন্তু শুধু শিল্পীরাই আঁকেন না। প্রকৃতিও আঁকতে পারে। ঝাংই ড্যানজিয়া ল্যান্ডফর্ম, চীন। 

অদ্ভুত সেই পর্বতগুলোর চূড়া থেকে এক ঝলক। চীনের তিয়ানজি পর্বতমালা। 

চিলিতে মাটির নিচে খনিতে সেলেনাইটের চকচকে ক্রিস্টাল বা স্ফটিক।

No comments:

Post a Comment