আজব পৃথিবী

Friday, April 4, 2014

"গ্যাদাম" মরুভুমির পুরাতন একটি শহর

মরুভুমির পুরাতন একটি শহর "গ্যাদাম" (Ghadames) যা কিনা মরুভুমির মুক্তা হিসেবেও পরিচিত। এটি মরুভুমির মধ্যে গড়ে ওঠা একটি শহর যা লিবিয়ার দক্ষিন পশ্চিমে ট্রাইপলেটেনিয়া (Tripolitania) অঞ্চলের "নাহুত" (Nalut) জেলার মধ্যে অবস্থিত। এটি সাহারা মরুভুমিতে অবস্থিত সব থেকে পূরাতন শহর এবং ঐতিহ্যগত দিক থেকেও বেশ গুরুত্বপূর্ন। এই শহরের জনসংখ্যা খুব বেশি না, তা মাত্র ১০,০০০ জন লোকের আর এই শহরে বেশির ভাগ লোক নাপিতের কাজ করে। এই শহরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই শহরের বাড়ি গুলি। এই বাড়ি গুলি তৈরি করা হয়েছে মাটি আর ইট দিয়ে আর বেশির ভাগ বাড়িতে ছাদ তৈরিতে ব্যাবহার করা হয়েছে গাছের পাতা বা সুরকি আর মাটির ঢালাই। আর বাড়ি গুলি এর বেশি কাছাকাছি বানানো যে তা উপর থেকে দেখলে ঠিক মৌমাছির চাকের মত দেখায়।

No comments:

Post a Comment