আজব পৃথিবী

Sunday, April 27, 2014

মাত্র ৬০.৬ কি.মি. বেগে ৯৫ তলায়!

মাত্র ৪৩ সেকেন্ডে চোখের পলকে উঠা যাবে ৯৫ তলায় !এটাও কী সম্ভব? হ্যাঁ সম্ভব... চিনের বহুতলে বিশ্বের দ্রুতগামী লিফট বসাচ্ছে হিতাচি।প্রতি ঘন্টায় ৭২ কিলোমিটার বেগে উঠবে এই লিফটি। ফলে দক্ষিণ চিনের গুয়াংজো সিটিএফ ফিনান্সিয়াল সেন্টারে এক তলা থেকে একেবারে ৯৫ তলায় পৌঁছে যাবে ৪৩ সেকেন্ডে ।কর্তৃপক্ষ বলছে ২০১৬ সালে এই বহুতলটির কাজ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। বর্তমানে তাইওয়ানে তাইপে ১০১ বিল্ডিং টিতে সবচেয়ে দ্রুতগামী লিফটি রয়েছে , যেটি ঘন্টায় ৬০.৬ কিলোমিটার বেগে উপরে ওঠে। হিতাচির আশ্বাস এতটা দ্রুতগামী হলেও নতুন লিফটি ব্যবহারকারীদের কাছে আরামদায়ক হবে বলেই দাবি করা হয়েছে।ওই বহুতলে ৯৫টি লিফটি থাকবে। তার মধ্যে দু’টি হবে দ্রুতগামী লিফট ৷ ২৮টি দোতলা লিফট রাখা হচ্ছে গুয়াংজো সিটিএফ ফিনান্সিয়াল সেন্টারে।ওই বহুতলে অফিস, হোটেলের পাশাপাশি থাকছে আবাসনও।

No comments:

Post a Comment