আজব পৃথিবী

Monday, April 7, 2014

সব থেকে বড় গাছ Hyperion

হাইপিরিয়ন (Hyperion) পৃথিবীর সব থেকে বড় গাছ হিসিবে ধরা হয়। এই বিশাল গাছটি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এর ব্যাসার্ধ ৪.৪৮ মিটার,২০০৬ সালের ২৫শে আগস্ট প্রকৃতিবিদ ক্রিস এটকিন্স এবং মাইকেল টেলর এই গাছটি আবিষ্কার করেন। এর উচ্চতা ১১৫,৫৫ মিটার, আর গাছটি ৫০২ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত এর বয়স আনুমানিক ৭০০, ৮০০বছর !!

No comments:

Post a Comment