আজব পৃথিবী

Tuesday, April 8, 2014

৩০ বছরে ১০৬ বার বিয়ে!

শুনতে অনেকটা অবাক লাগলেও ৩০ বছরের দাম্পত্য জীবনে এমনটাই করেছে এক মার্কিন দম্পতি। ১০৬ বার বিয়ে করে তারা এখন পৃথিবীর ‘সবচেয়ে বেশিবার বিয়ে করা’ দম্পতি।ডেভিড এবং লরেন ব্লেয়ার দম্পতির ১৯৮২ সালে প্রথম দেখা হয় এবং ১৯৮৪ সালে তারা প্রথমবার বিয়ে করেন। সেই তাদের পথ চলা শুরু। তারপর আর থামেন নি তারা।বছরের প্রতিটি দিনই নিজেদের বিবাহবার্ষিকী উদযাপনের জন্য বার বার বিয়ে করছেন তারা।

পৃথিবীর বিশেষ বিশেষ স্থানে, বিশেষ দিনে, বিশেষ তারিখে বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের হেন্ডারসোনভিলের ওই দম্পতি।লন্ডন, নিউ ইয়র্ক, স্কটল্যান্ড, লস ভেগাস, এলভিসের জন্মস্থান এমনকি রোমিও জুলিয়েট থিয়েটার সেটেও বিয়ে করেছেন তারা।শুধুমাত্র পৃথিবীর বিভিন্ন প্রান্তেই নয় বিশেষ বিশেষ দিন যেমন: ভ্যালেন্টাইন ডে, নিউ ইয়ার, ক্রিসমাস ডে, ২৯ ফেব্রুয়ারিও বিয়ে করেন তারা।

তারা চান খুব অল্পদিনের মধ্যে বছরের প্রতিটি দিনই তাদের বিবাহবাষির্কী হবে আর সেই লক্ষ্যে বার বার বিয়ে করছেন তারা।এছাড়া ০১/০১/০১, ০২/০২/০২, ০৩/০৩/০৩ থেকে ১২/১২/১২ পর্যন্ত এরকম মজার মজার তারিখেও বিয়ে করেছে এই দম্পতি।আর এইভাবে ২০০১ সালেই নিজেদের ৫৯তম বিবাহবাষির্কীতেই পৃথিবীর সবচেয়ে বেশিবার বিয়ে করা দম্পতি হিসেবে রেকর্ড করেছেন।

No comments:

Post a Comment