(১) প্রচ্ছদের ছবিটি শ্বাশত প্রেমের বাণীর নিদর্শন আগ্রার তাজমহল। বেশ, প্রেমের বাণীর একদম কাছেই পৃথিবীর প্রতি মানুষের প্রেমহীনটার নিদর্শন, আবর্জনা!
(২) গিজার বিখ্যাত পিরামিড। বিশাল এ পিরামিড যদি উপর থেকে দেখা যায় তবে ঠিক এরকমই দেখা যায়!
(৩) স্টোনহেঞ্জের এ বিশাল পাথর খণ্ড গুলো কারা ও কি উদ্দেশ্যে বানিয়েছিল তা আজো বিরাট এক রহস্য। তবে দূর থেকে দেখলে স্টোনহেঞ্জের চারপাশটা ঠিক এরকমই।
(৪) নায়াগ্রা ফলসের বিপুল জলরাশি ও এটার প্রকৃত চেহারা!
(৫) বিশাল এক মৎস্য কন্যার মূর্তিকে তার চেয়েও বিশাল এক দর্শনার্থী বেশ মনোযোগ দিয়েই দেখছেন!
(৬) আলো ঝলমলে ফ্রান্সের মন্তে সেন্ট মিশেল। অতঃপর রাতের আলো ফুরলো!
(৭) মহাপরাক্রমশালী চীনের এক সময়ের শক্তিমত্তার নিদর্শন চীনের প্রাচীর। তবে সমুদ্র কিন্তু এর চেয়েও বেশি শক্তিশালী, তাই প্রাচীর এখানে এসেই থেমে গিয়েছে!
No comments:
Post a Comment