পৃথিবীর ইতিহাসে এমন কিছু সভ্যতা এবং শহর ছিল যা হারিয়ে গেছে বহু কাল আগে কিন্তু আজ ও রহস্যের চাদরে সেগুলো গা ঢাকা দিয়ে আছে। শহর গুলোর প্রকৃত ইতিহাস কি, তা নির্ণয়ের জন্য প্রত্নতাত্ত্বিকদের গবেষণা চলছেই।তেমনি একটি রহস্যময় শহর পেত্রা। ধারনা করা হয় খ্রীষ্টপূর্ব ৪ শতাব্দিতে এটি একটি শক্তিশালী রাজ্য ছিল এবং এখানে প্রায় ২০০০০ লোকের দৈনিক সমাগম হত ব্যবসা বানিজ্যের কেন্দ্র হওয়ার জন্য। যারা এই শহরের অধিবাসী ছিলেন তারা এই শহরটিকে ভালবেসে 'নাবাতাইনস' বলে ডাকত। আরবীয় যাযাবরের একটি দল পেত্রা আসেন এবং পেত্রায় অবস্থান করেন এবং শহরের সবকিছু পাথর দিয়ে তৈরি করেন। এই শহরের মধ্যে তখনকার সময়ের তৈরি একটি থিয়েটার, মন্দির, ভোজ হল, প্রায় ৩০০০ পাহাড় কেটে সেখানে পাহাড়ী মন্দির তৈরি করা হয়েছিল। কিন্তু এত কিছু নির্মাণ করার পর ও এই শহরটি কি কারনে পরিত্যাক্ত করা হয়েছে এটি নিয়েই রহস্যের সৃষ্টি। তবে অনেক বিজ্ঞানী মনে করেন হয়ত ৩৬৩ খ্রীষ্টাব্দের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে শহরটির ৫০ ভাগ ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু আবার অনেক বিজ্ঞানীর ধারনা শহরটিতে হয়ত ভিনগ্রহের বাসিন্দরা হামলা করেছিল। এখনও এই শহরটি দর্শনার্থীদের আকর্ষনের কেন্দ্রবিন্দু। এটাকে পৃথিবীর সপ্তাষ্চর্যের একটি ধরা হয়। শহরটি কি কারনে পরিত্যাক্ত করা হয়েছে এটি এখনও এক অমিমাংসিত রহস্য হয়ে আছে।
No comments:
Post a Comment