আজব পৃথিবী

Sunday, April 13, 2014

সবচেয়ে দ্রুতগতির সাপ

বৈজ্ঞানিক নাম Dendroaspis polylepis , ডাকা হয় ব্লাক মাম্বা (Black Mamba) বলে , নামটা কি রকম শোনাচ্ছে জানিনা , কিন্তু এই সাপকে আফ্রিকার ত্রাস বলা হয় , আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর সাপ এটি ! এমনি তে আর দশটা সাপের মতোই 'নিরীহ' এরা, কিন্তু হুমকির সম্মুক্ষিন হলে প্রচণ্ড আক্রমনাত্মক হয়ে যায় এবং মরন ঘাতি দংশন করতেও দ্বিধা করে না , আকৃতির দিক দিয়ে এটি আফ্রিকার সর্ব বৃহত্‌ সাপ , এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম 'বিষধর' সাপ ( উল্লেখ্য , সর্ব বৃহত্‌ বিষধর সাপ হচ্ছে শঙ্খচূড় বা কিং কোবরা ) গড়ে একটি পূর্ণ বয়স্ক ব্লাক মাম্বার দৈর্ঘ ২.৫ মিটার কিন্তু এরা ৪.৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে ! ব্লাক মাম্বা নাম শুনে একে কালো ধরে নেবার কোন কারণ নেই , কারণ এর গায়ের রং ঘাড় ধূসর জলপাই বর্ণের, বয়স বাড়ার সাথে সাথে এর গায়ের রং গাড় হতে থাকে। প্রশ্ন জাগতে পারে, তাহলে এর নাম 'ব্লাক মাম্বা' রাখার কারণ কি ? এর কারণ ধরা হয় ওদের কুচকুচে কালো মুখ কে , এদের মুখের ভিতরটা পুরো গাড় কালো রং এর। শুরুতে যে কথাটা বলেছিলাম, এটি পৃথিবীর দ্রুত তম সাপ ! এদের কিছু প্রজাতি ঘন্টায় ১৯.৫ কিলোমিটার বেগে চলাচল করতে পারে।

No comments:

Post a Comment