আজব পৃথিবী

Sunday, April 20, 2014

সবচেয়ে ছোট্ট বাড়ি

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ শহরের একটি বাড়ি এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। দুটি অট্টালিকার মাঝখানে তৈরি এই বাড়িটি বিশ্বের সবচেয়ে কম দৈর্ঘ্যের আধুনিক বাড়ি পরিগণিত হয়েছে।বাড়িটি মোট ৪৬ বর্গফুটের। দুই তলা বিশিষ্ট এই বাড়িটিতে আছে একটি বেডরুম, ড্রইংরুম, রান্নাঘর ও বাথরুম।একজন মানুষ বসবাসে সক্ষম এই বাড়ির বর্তমানের বাসিন্দা হলেন ইসরাইলের ইটগার ক্যারেট নামের একজন চলচ্চিত্র নির্মাতা। তার নামেই বাড়িটির নাম ‘অগটার হাউস’ রাখা হয়েছে।

No comments:

Post a Comment