সাপটিকে দেখে মৃত মনে হচ্ছে? এটা মোটেও মৃত নয়। ইরানের লার ভ্যালি নামক অঞ্চলে পাওয়া নাট্রিক্স নামক এই সাপ কোনও শিকার কালে বা আঘাত পাবার সম্ভাবনা দেখলে নিজের নাক বং মুখ থেকে রক্ত বের করে তার মুখের পাশে ছড়িয়ে দেয়, যাতে শিকার তাকে মৃত ভেবে ভুলকরে। অবশেষে শিকার সামনে আসলেই মরণ ছোবল।
No comments:
Post a Comment