Tuesday, April 8, 2014
উড়ন্ত বাইপ্লেনের পাখায় ব্রিটিশ নারীর দুঃসাহসিক কসরত!
১৯৩০ সালের বোয়িং বাইপ্লেন। কুয়েতের আকাশে এটি উড়ছিল ১৫০এমপিএইচ বেগে। আর এর পাখায় দেখা গেল এক নারীকে যিনি স্টান্ট করার মাধ্যমে অবিশ্বাস্য নৈপুণ্য প্রদর্শন করছিলেন। বিশেষ এই প্রদর্শনীর জন্যই মূলত ব্যবহার করা হয়েছে ১৯৩০ সালের বোয়িং বাইপ্লেন।শ্বাসরুদ্ধকর প্রদর্শনীটিতে ব্রিটিশ নারীর সাহায্যকারী হিসেবে ছিলেন দুইজন পাইলট। তারা অবশ্য আগেই নিয়মমাফিক ঠিকঠাক প্রশিক্ষণ নিয়েছিলেন।সুইডেনের একটি বিলাসবহুল ঘড়ি কোম্পানি কুয়েতের মারিয়া ক্রিসেন্টে জনসাধারণের জন্য উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করে। এটাই প্রথম মধ্যপ্রাচ্য অঞ্চলে আলোচিত বৈমানিক কসরতের নৈপুণ্য প্রদর্শনী। আর অভিনব এই প্রদর্শনীর পূর্বে সারাবিশ্বের প্রায় ২৫০০ বৈমানিক কসরতে অংশগ্রহণ করেছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment