অদ্ভুত সুন্দর আর বিচিত্র রঙের সব পাহাড় দিয়ে ভরা গ্র্যান্ড ক্যানিয়ন। একটি গিরিখাত। মানে পাহাড়ের ফাটল। ছোট-খাট ফাটল নয়। বিশাল ফাটল। কোনো কোনো ফাটল এক মাইলের সমান। ফাটলের মাঝে নদীও আছে। এই গ্র্যান্ড ক্যানিয়ানের বয়স নিয়ে বিতর্ক চলছে প্রায় দেড়শ’ বছর ধরে। কেউ বলছেন ৫০ থেকে ৬০ লাখ বছর। আবার কেউ বলছেন এক কোটি বছরের বেশি। কিন্তু সব গবেষণা চমকে দিয়ে এখন বলা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ানের বয়স সাত কোটি বছর।যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত এই গিরিখাত। এর মধ্য দিয়ে বয়ে গেছে বিখ্যাত কলোরাডো নদী। গিরিখাতটি লম্বায় ২৭৭ মাইল বা ৪৪৬ কিলোমিটার। আর পাশে শূন্য দশমিক দুই পাঁচ মাইল থেকে ১৮ মাইল পর্যন্ত। সর্বোচ্চ গভীরতা প্রায় এক হাজার ৮০০ মিটার বা প্রায় এক মাইল। আপনি যদি এই গিরিখাতের একদম চূড়ায় থাকেন আর কেউ যদি খাদের একদম নিচে থাকে তাহলে আপনি হয়তো তাকে ভালোমতো দেখতেই পাবেন না! কী।
No comments:
Post a Comment