আজব পৃথিবী

Tuesday, April 8, 2014

"শয়তানের জলাশয়"

ভিক্টোরিয়া ফলস পৃথিবীর সবচেয়ে চওড়া জলপ্রপাত। উচ্চতায় এটি মাত্র ১০৮ মিটার হলেও চওড়ায় এই জলপ্রপাত প্রায় ১,৭০৮ মিটার বা ৫,৬০৪ ফুট দীর্ঘ। আর পৃথিবীর সবচেয়ে চওড়া এই ভিক্টোরিয়া ফলস থেকে গড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৮,০০০ ঘনফুট পানি নিচে পড়ছে। সবচেয়ে মজার ব্যাপার কী জানেন? এই বিশাল পরিমাণ পানি প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় ১০-১২ কিলোমিটার দূর থেকেও দেখা যায়, এখানে পানি জোরে আছড়ে পড়ার কারণে পানির কণা ছড়িয়ে ছিটিয়ে কুয়াশার মতো হয়ে যায়।এই জলপ্রপাতের একদম কিনারা ধরে মানুষজন আবার গোছলে করে। এখানে পানি জমে ছোটখাট একটা জলাশয় তৈরি করেছে যার কিনারা একদম পানিয়ে গড়িয়ে পরার কিনারা পর্যন্ত। এই জলাশয়ের নাম "শয়তানের জলাশয়" অসাবধানতার কারনে একটু একদিক ওদিক হলেই আপনি যে নির্ঘাত মৃত্যুর কোলে ঢোলে পরবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

No comments:

Post a Comment