শিকারের অপেক্ষায় ছিল কুমির। এসময় লেকের তীওে ভাসছিল একটি বানমাছ (পাঁকাল)। আস্তে আস্তে কুমিরটি বানমাছটিকে ধরার ওঁৎপেতে এগোতে থাকে। টার্গেট মতো বানমাছটিকে ধরে ফেলে।দীর্ঘকায় কুমিরটি ভক্ষণের লোভে আক্রমণ করার পর ঘটে বিপত্তি। কুমিরের আক্রমণে শরীরে থাকা বিদ্যুৎ শক্তি প্রয়োগ করতে থাকে বানমাছটি। এতে কুমিরটির অবস্থা দাঁড়ায় ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি। বানমাছটির শরীরের বিদ্যুৎ বেগ এতোটাই প্রখর ছিল যে, অবশেষে প্রাণ যায় কুমিরটির।এ খবর দিয়েছে ডেইলি মেইল অনলাইন।
অনলাইনটির প্রতিবেদনে ‘মাছ শিকার করতে এসে কুমিরের প্রাণ গেল’ ভিডিও সংশ্লিষ্ট এমন দৃশ্য দেখা যায়। তবে কোথায় এবং কার ক্যামেরায় এ দৃশ্যটি ধরা করা হয়েছে সে ব্যাপাওে বিস্তারিত কিছু জানা যায়নি।প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ইউটিউবে প্রকাশ করার পর পৌনে দুই লাখ বারেরও বেশি তা প্রদর্শিত হয়।বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়। ছোট আকৃতির বানমাছ তার শরীরে সর্বোচ্চ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আর বড় আকৃতির বানমাছ তার শরীরে ৪৫০-৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে।
No comments:
Post a Comment