দ্য গ্রেট ওয়াল অফ চীন, চীন : চীনের এই প্রাচীরকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই। চৌদ্দ শতকের তৈরি ভুবন বিখ্যাত এই প্রাচীরটি মহাকাশ থেকে বেশ ভালো করেই নজরে পড়ে। ৮,৮৫০ কিলোমিটারের এই প্রাচীরটি নোমাডিক ট্রাইবদের আক্রমন থেকে বাঁচতে চীনের উত্তরের বর্ডারে তৈরি করা হয়েছিল।
দ্য ওয়েস্টার্ন ওয়াল, ইজরাইল : খ্রিস্ট পূর্ব ১৯ শতকে দ্য গ্রেট হেরড এর তৈরি এই দেয়ালটি বর্তমানে একটি ইচ্ছাপূরণ দেয়ালের ন্যায় পবিত্র দেয়াল হিসেবে পরিচিত। এটি ইহুদীদের কাছে পবিত্রতম স্থান।
বার্লিন ওয়াল, জার্মানি : এই দেয়ালটি আগের দুটি দেয়ালের অনেক অনেক পরে তৈরি করা হয়। এই দেয়ালটির কাজ শুরু হয় ১৯৬১ সালে, গৃহ যুদ্ধ চলাকালীন সময়ে। এটি বার্লিনের মাঝামাঝি তৈরি করা হয় যাতে করে পূর্ব বার্লিনের বাসিন্দাগণ পশ্চিম বার্লিনে চলে আসতে না পারেন।
ওয়ালস অফ ট্রয়, তুর্কি : বিশ্বের সব চাইতে প্রাচীনতম দেয়ালগুলোর মধ্যে এটি অন্যতম যা আজও দাঁড়িয়ে আছে। এটি খ্রিস্ট পূর্ব ১৩ শতাব্দীতে তৈরি একটি দেয়াল যা তৈরি করা হয়েছিল ট্রয় নগরীকে রক্ষা করার জন্য।
হাড্রিয়ানস ওয়াল, ইংল্যান্ড : ইউরোপের দীর্ঘতম দেয়াল এটি। এই দেয়ালটি প্রায় ১১৭ কিলোমিটার অর্থাৎ ৭৩ মাইল লম্বা। এই দেয়ালটি তৈরি করেছিলেন রোমানরা স্কটল্যান্ডের ব্রটান্নিয়া ট্রাইবদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
দ্য ওয়ালস অফ স্টন, ক্রোয়াটিয়া : ১৫ শতাব্দীর এই দেয়ালটি দৈর্ঘে প্রায় ৫.৫ কিলোমিটার। ৪০ টি টাওয়ার এবং ৫ টি দুর্গ সম্বলিত এই দেয়ালটি তৈরি করা হয়েছিল ডুব্রোভনিক নামক শহরটিকে রক্ষা করার জন্য।
ওয়ালস অফ ব্যাবিলন, ইরাক : মেসোপটেমিয়া যুগের নিদর্শন এই ব্যাবিলনের দেয়ালটি দক্ষিন বাগদাদ থেকে ৮৫ দূরে অবস্থিত। দেয়ালটি তৈরি করা হয়েছিল খ্রিষ্টপূর্ব ৫৭৫ সালে। পরে সাদ্দাম হোসেন দেয়ালটির সংস্কার করেন।
গ্রেট জিম্বাবুয়ে ওয়ালস, জিম্বাবুয়ে : বর্তমানে গ্রেট জিম্বাবুয়ে শহরটি জিম্বাবুয়ের একটি দৈনদশা পূর্ণ একটি শহর। কিত্নু এককালে এটিই ছিল জিম্বাবুয়ের রাজধানী। আর রাজধানীকে রক্ষা করার জন্যই তৈরি হয়েছিল এই দেয়ালটি।
স্যাকস্যেয়হুয়ামান, পেরু : ইনকা সভ্যতার এই নিদর্শন পেরুর বাইরের দিকে একটি শহর কুসকোতে অবস্থিত। এই দেয়ালটি পুরোপুরি পাথরের তৈরি এবং একটির ওপর আরেকটি পাথর বসিয়ে তৈরি করা হয়েছিল। এই দেয়ালটির উচ্চতা প্রায় ৩,৭০১ মিটার।
ভিয়েতনাম, ভ্যেটেরানস মেমোরিয়াল ওয়াল, ইউনাইটেড স্টেটস : ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এই দেয়ালটি তৈরি করা হয় ইউএস আর্মিদের স্মৃতিতে এবং সম্মানে যারা ভিয়েতনাম ও দক্ষিণপূর্ব এশিয়ার যুদ্ধে মৃত্যুবরণ করেন।
No comments:
Post a Comment