আজব পৃথিবী

Friday, April 4, 2014

বিস্ময়কর এলবাট্রস পাখি!

এলবাট্রস এক বিস্ময়কর পাখির নাম।  এলবাট্রস তার ৩.৫ মিটার লম্বা পাখা দিয়ে মাত্র ৪৬ দিনে পুরো পৃথিবী একবার প্রদক্ষিণ করে।এলবাট্রস এর উড়ার কৌশল একদল গবেষক অনেকটাই বের করতে সক্ষম হয়েছে। এলবাট্রস এর বিস্ময়কর গতিশীলতা অনেক আগে পরিলক্ষিত হলেও এর কৌশল ছিল পূর্বে রহস্যাবৃত।আকাশে এর গতিশীলতা অর্জন করার কৌশল এর পাখা বাঁকানোর সাথে সম্পর্কিত। ঘণ্টায় ৬৭ মাইল বেগে এরা ১০০ মিটার পর্যন্ত বাঁক নিতে পারে। বিজ্ঞানীরা মনে করে বিস্ময়কর  এলবাট্রস  এই পদ্ধতির ক্রমাগত পুনরাবৃত্তির মাধ্যমে হাজারের পর হাজার মাইল যেতে পারে পাখা ঝাপটানো ছাড়াই।

বিপরীতমুখী বায়ু প্রবাহেও এলবাট্রস কিভাবে উড়তে সক্ষম হয় এটা অনেকটাই ধাঁধাঁ ছিল। বিজ্ঞানীরা বের করে যে পাখিটি গতিশীল ভাবে উড়তে পারে যতক্ষন পর্যন্ত বাতাসের গতি ঘণ্টায় ৩০ কিঃমিঃ থেকে বেশি থাকে।৫০ মিলিয়ন বছর আগে এলবাট্রস এর অস্তিত্ব জানা যায়। সমুদ্রে মাছ ধরার জন্য যে ফাঁদ তৈরি হয় তাতে এলবাট্রস আকৃষ্ট হয়ে সমুদ্রে ডুবে মারা যায়। গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি এলবাট্রস পাখি এর শিকার হয়ে মারা পড়ে।২২টি প্রজাতির এলবাট্রস বিপদাপন্ন হয়ে আছে তার মধ্যে ৮টি প্রজাতি বিলুপ্তপ্রায়। এভাবে বিস্ময়কর এ পাখি হারিয়ে যাচ্ছে পরিবেশ থেকে, জীববৈচিত্র্য থেকে।



No comments:

Post a Comment