Royal Caribbean International-এর মালিকানাধীন Freedom of the Seas হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ গুলোর একটি। প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডে তৈরি এই জাহাজটি ৩৬৩৪ জন যাত্রী আর ১৩৬০ জন ক্রু নিয়ে সমুদ্র বক্ষে চলাচল করতে সক্ষম। ১,১১১.৯ ফুট বা ৩৩৮.৯১ মিটার দীর্ঘ এই জাহাজে ১৫টি প্যাসেঞ্জার ডেকসহ এর মোট ডেক হচ্ছে ১৮টি। ওয়াইফাই ইন্টারনেট সুবিধাসহ এতে রয়েছে ৩টি সুইমিংপুল, একটি ওয়াটার পার্ক, বার, ক্যাসিনো, রেস্টুরেন্ট, আইসক্রিম কর্নার, বাস্কেটবল কোর্ট, মিনি গলফ কোর্স ইত্যাদি।
No comments:
Post a Comment