সিঙ্গাপুরের ‘ইনফিনিটি পুল’। যে পুলে দাড়িয়ে বা গা ডুবিয়ে পুরো সিঙ্গাপুরে নজর বুলানো যায়। সিঙ্গাপুরের ম্যারিন বে স্যান্ড রিসোর্টে এই পুলটি রয়েছে।
চংউই রিভার হাউস পুল, আফ্রিকা। পুলটি দেখেই বুঝতে পারছেন প্রকৃতির কতোটা কাছাকাছি যাওয়া সম্ভব এই স্থানে।
পৃথিবীর সব চাইতে বড় পুলটি অবস্থিত চিলিতে। এই পুলটির নাম দ্য সান আলফন্সো ডেলমার সি ওয়াটার পুল। এই পুলটি ১ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি এবং প্রায় ৬৬ মিলিয়ন গ্যালন পানি রয়েছে এই সুইমিং পুলে।
ইন্দোনেশিয়ার এই পুলটির প্রাকৃতিক পরিবেশ মনের সকল ধরনের চাপ এক নিমেষেই দূর করার জন্য যথেষ্ট। এই সুইমিং পুলটিতে যেতে চাইলে যেতে হবে বালির হাঙ্গিং গার্ডেন উবডু হোটেলটিতে ।
সুইমিং পুলের পানির রঙ যে শুধুমাত্র নীল হতে হয় তা এই সুইমিং পুলটি দেখলে একেবারেই ভুলে যাবেন। দ্য লাইব্রেরী পুল নামের এই পুলটি অবস্থিত থাইল্যান্ডের কোহ সামুইতে। এই পুলের পানিতে কিন্তু কোনো রঙ ব্যবহার করা হয়নি। পুলটির নিচের টাইলসের রঙ কমলা, রক্তলাল ও হলুদ হওয়ার কারনে পানির রঙ এমনটি ধারন করেছে।
এই ধরনের নীলচে পানির হাতছানি কে উপেক্ষা করতে পারে বলুন? এই সুইমিং পুলটি মালদ্বীপের ভেলাসারু রিসোর্টে অবস্থিত।
No comments:
Post a Comment